বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মাইজদীর প্রধান সড়কে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ এ অভিযান চালান।
আদালত সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে এক সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।