প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৩, ৩:২২ পি.এম
১০ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ রফিকুল ইসলামের
নয় সকাল প্রতিবেদকঃ
নোয়াখালী সদর উপজেলার সোনাপুর থেকে চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হয়েছেন বৃদ্ধ মোঃ রফিকুল ইসলাম ( ৫৫)। গত ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের ১০ দিন পার হলেও ওই বৃদ্ধের সন্ধান মিলেনি।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায, নোয়াখালী ৬ নং ইউনিয়নের মৃত আহমদ উল্লাহ ও সাদিয়া খাতুন দম্পতির ছেলে রফিকুল ইসলাম ছিলেন নির্ভেজাল একজন সহজ সরল ও শান্ত প্রকৃতির লোক ।তার সাথে প্রতিবেশিসহ এলাকার কারো সাথে কোন প্রকার বিবাদ ও ছিল না । তিনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেন। দীর্ঘদিন থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল স্টেশনে দিনমজুরের কাজ করে আসছিলেন তিনি। দুই ছেলে এক মেয়ে ও এক স্ত্রী নিয়ে তার পরিবার।
নিখোঁজের পর থেকে তার পরিবার তার সন্ধানে সম্ভাব্য সকল জায়গায় ব্যাপক খোঁজাখুঁজি করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবার তার সন্ধানের কোন প্রকার তথ্য পেয়েছেন বলে জানাতে পারেননি।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।
Copyright © 2025 দৈনিক নয়া সকাল. All rights reserved.