সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ শামছুল ফারুক বলেন, ‘নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকার দূরত্ব ১৬২ কিলোমিটার। দূরত্ব অনুযায়ী এ রুটে বিআরটিএ নির্ধারিত বাস ভাড়া ৪৪৯ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে বাস মালিকরা আদায় করে ৫০০ টাকা। অতিরিক্ত ৫০ টাকা ভাড়া আদায় সম্পুর্ণরূপে বেআইনী এবং অন্যায় হলেও এ বিষয়ে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না।’
লিগ্যাল নোটিশ প্রদানকারী আইনজীবী শামছুল ফারুক বলেন, ‘প্রতিদিন নোয়াখালী-ঢাকা রুটে ১০ হাজারের অধিক যাত্রী পরিবহন করেন। তাদের কাছ থেকে প্রতিদিন অতিরিক্ত ৫ লাখ টাকা, মাসে দেড় কোটি টাকা এবং বছরে ১৮ কোটি টাকার মতো অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে পরিবহন মালিকরা। কিন্তু এ বিষয়ে অতীতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ বা প্রশাসন কোন ব্যবস্থাই নেয়নি এবং নিতেও চায় না। পরিবহন কর্তৃপক্ষের কাছে মনে হয় যেন উনারা জিম্মি হয়ে আছেন এবং নতুন কোন পরিবহনও আমাদের এখানে আসতে পারতেছেনা দীর্ঘদিন যাবত। এ বিষয়ে প্রতিকারের জন্যই আমার এ আইনী নোটিশ। আমি আশা করবো যে এ আইনী নোটিশের মাধ্যমে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি আরো বলেন, ‘জনগণ আসলে জানেনা সরকারি ভাড়াটা কত। প্রশাসন জানে, মালিক কর্তৃপক্ষ জানে। প্রশাসন এবং মালিক কর্তৃপক্ষের ভেতরে মনে হয় যেন একটা গোপন আতাত আছে। যার কারণে ভাড়াটা কমতেছেনা।’
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘লিগ্যাল নোটিশের বিষয়ে জানা নেই। তবে অতিরিক্ত বাস ভাড়া আদায় সংক্রান্ত বিষয়ে রিখিত অভিযোগ পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে আমরা অবশ্যয়ই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।