এই হারে চার ম্যাচে তিন জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার সুযোগ এখনো আছে টাইগ্রেসদের। লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার-শারমিনদের। সেক্ষেত্রে অন্য দলগুলোর পয়েন্ট ও রানরেট হিসাব-নিকাশ হবে।
লাহোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শারমিন আকতারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে বাংলাদেশ।
তিন নম্বরে নেমে ১০টি চারে ৭৯ বলে ৬৭ রান করেন শারমিন। এছাড়া ওপেনার ফারজানা হক ৪২, নাহিদা আকতার ২৫ ও রাবেয়া খান অপরাজিত ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলিয়া অ্যালেইন ৪ উইকেট নেন।
জবাবে ৪৬ ওভারে ৭ উইকেটে ২২৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬ দশমিক তিন ওভারে ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছিল ক্যারিবীয়রা।
এরপর চতুর্থ উইকেটে স্টেফানি টেলর ও অধিনায়ক হেইলি ম্যাথুস ৮০ বলে ৬৬ রান তুলে দলকে ভালো অবস্থায় নেন। ৭ রানের মধ্যে এই দু’ সেট ব্যাটার আউট হলেও শিনেলি হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানের সুবাদে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টেলর ৫১ বলে ৩৬ এবং ম্যাথুস ৪৫ বলে ৩৩ রান করেন।
বাংলাদেশের মারুফা আকতার ২ উইকেট নেন।
দিনের আরেক ম্যাচে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান। জবাবে ১১৮ রানে অলআউট হয় থাইল্যান্ড।
চার ম্যাচ খেলে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।
সূত্র : বাসস