নোয়াখালী:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত, Criminal rules and Orders এর বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এডিশনাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা ইসলাম রুমি, বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. সুলতান সোহাগ উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.আর. হাসান সাকিল, নোয়াখালীর পুলিশ সুপার. আবদুল্লাহ-আল ফারুক, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, নোয়াখালী জেলার বিজ্ঞ পিপি মো. সাহাদাত হোসেন, এডিশনাল পিপি মো. আবদুল কাইয়ুম দিদার, এডিশনাল পিপি মো. আহসান কবির কামাল, নোয়াখালী জেলা কারাগারের জেলার মোহাম্মদ আবু মুছা, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজিব আহমেদ চৌধুরী, পরিদর্শক বিএসটিআই, প্রকৌশলী মো. জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নূর হাসান সজীব, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম, চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া কবিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ানসহ সকল থানার অফিসার ইনচার্জ গন।
সভাপতি ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন বলেন, এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ত্রুটি বিচ্যুতিসমূহ দূর করে ফৌজদারী বিচার ব্যবস্থার কার্যক্রমকে গতিশীল করে মানুষের মাঝে ন্যায় বিচার প্রাপ্তির পথকে সুগম করা।
তিনি বিচারিক কার্যক্রম এর সাথে জড়িত সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধি এবং বিচার ব্যবস্থাকে জনবান্ধব করে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
কনফারেন্সে নোয়াখালী জেলায় বিচারাধীন মামলার ত্রুটি বিচ্যুতি চিহ্নিতকরণ এবং মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
কনফারেন্সে বক্তারা ফৌজদারি বিচার কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়সাধন জোরদার, সময়মত আইনানুগভাবে প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ফরেনসিক রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট নিশ্চিতকরণ, বিচারাধীন মামলা সমূহের সমন, ওয়ারেন্ট, হুলিয়া ও ক্রোকী পরোয়ানা দ্রুত জারিকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসনের উপায় চিহ্নিতকরণ, যথাসময়ে সাক্ষী হাজির নিশ্চিতকরণ এবং সাক্ষীদের আদালতে আগমন ও প্রত্যাবর্তিকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে শৈথিল্য দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব পালন করা-সহ ফৌজদারি বিচার ব্যবস্থা ত্বরান্বিতকরণের লক্ষ্যে ফলপ্রসু আলোচনা করেন।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।