নয়া সকাল প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ২১ বছর উদ্যাপন করেছে নোয়াখালীর সাংবাদিকরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব ভবনে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, র্যালি ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম এমরান খান।
আলোচনা সভায় নোয়াখালীর সিনিয়র সাংবাদিকগন বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান নোয়াখালীর কৃর্তি সন্তান রফিকুল আমিন, বার্তা প্রধান জিয়াউল কবির সুমন ও নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভা পরবর্তী কেক কাটা শেষে প্রেস ক্লাব সড়কে র্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাবে মধ্যাহ্নভোজে অংশ নেন অতিথি ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।