• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

নিখোঁজের দুই দিন পর সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি>

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর মীর হোসেন সাদ্দাম (৩২) নামে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে জেলার সদর উপজেলার ৩ নং নোয়ান্নই ইউনিয়নের দূর্গাপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে পলিথিন মোড়ানো অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন সাদ্দাম।

মীর হোসেন সাদ্দাম বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনোহর আলী পিয়ন বাড়ির মৃত মমিনুল হক এর ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়সর সহ-সভাপতি ছিলেন। বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় স্ত্রীকে ফোনে জানান একটি জানাজা শেষ করে বাড়িতে ফিরবেন। আসতে দেরি হওযায় ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বেগমগঞ্জ মডেল থানায় জিডি করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী ছয়ানি ইউনিয়নে তার শ্বশুর বাড়ির অদূরে রাস্তায় সাদ্দামের ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়। একই দিন বিকেলে রাজেন্দ্রপুরস্থ নিজ গ্রামের বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে প্রচুর রক্ত দেখতে পায় স্থানীয়রা।

সর্বশেষ শনিবার (২৬ এপ্রিল) সীমান্তবর্তী সদর উপজেলার দুর্গাপুর এলাকায় তার বাড়ি থেকে এক কিলোমিটার পশ্চিমে একটি পরিত্যক্ত বাড়ির সেপটিং ট্যাংকে পলিথিন বাধা কিছু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে সাদ্দামের মরদেহ পায়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত সাদ্দামের বাড়ি বেগমগঞ্জের রাজেন্দ্রপুর গ্রামে। মরদেহ পাওয়া গেছে এক কিলোমিটার দুরে সদর উপজেলার সীমানায়। কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

তবে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ ইব্রাহিম জানান, লাশ উদ্ধারের পর সদর ও বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপাররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুধারাম ও বেগমগঞ্জ মডেল থানা ঘটনার রহস্য উদঘাটনে যৌথভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.