• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্পডেস্ক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নোয়াখালী>

নোয়াখালীতে/দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পক্ষ থেকে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।

জেলা সদরের বিভিন্ন স্থানে স্থাপিত এসব হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষার্থীদের কলম ও খাবার পানি সরবরাহ, অভিভাবকদের অস্থায়ী চাউনি বিশ্রামের ব্যবস্থা এবং পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন ছাত্রদল কর্মীরা।

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্পডেস্ক
অস্থায়ী চাউনিতে প্রখর রোদে দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়ার এবং পানি পান করার ব্যবস্থা রয়েছে। এছাড়া যানবাহন না পাওয়ার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন শিক্ষার্থী অসুবিধায় পড়লে ছাত্রদল কর্মীরা দ্রুততার সাথে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। ছাত্রদলের সাধারণ সম্পাদকের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

ছাত্রদলের নেতাকর্মীরা এমন মহৎ কাজের সাথে যুক্ত থাকতে পেরে আনন্দিত। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলামান থাকবে বলে জানান তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় তাদেদেরকে এভাবে সাধারণ ছাত্রদের পাশে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এ সময় জেলা সদেরের সোনাপুর এলাকায় বিভিন্ন হেল্পডেস্কে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর কলেজ ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন ফখরুল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বিশাল, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সবীব রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.