উপজেলা প্রতিনিধি,হাতিয়া(নোয়াখালী)।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি,যুবশক্তি ও ছাত্রশক্তি। এসময় হাতিয়া আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হুমকি দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনের কর্মী-সমর্থকরা।
শুক্রবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলকারীরা ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?’, ‘হান্নান ভাইকে হুমকি কেন- প্রশাসন জবাব চাই ,’একটা একটা লীগ ধর্- ধরে ধরে জেলে ভর্’,’ ইনকিলাব জিন্দাবাদ’ সহ নানা স্লোগান দেয়।
পরে দ্বীপ সরকারি কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে বিক্ষোভকারীরা।
সমাবেশে হাতিয়া উপজেলা এনসিপির আহবায়ক সামছল তিব্রীজ বলেন, আমাদের নেতা আব্দুল হান্নান মাসুদকে ফেইসবুকে হুমকি দেওয়ায় আমি নিজে বাদী হয়ে গতরাতে হাতিয়া থানায় জিডি করেছি। এখন পর্যন্ত হুমকি দাতাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। হুমকি দাতাদের বিরুদ্ধে বহু মামলা আছে, যারা তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে- তাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয় ছাত্রশক্তির গ্রন্থ বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন বলেন, ওসমান হাদিকে হত্যার পর একধরনের যে মায়াকান্না হচ্ছে- হান্নান মাসুদকেও হত্যারপর বুঝি প্রশাসনের টনক নড়বে? নচেৎ গতকাল ফেইসবুকে হান্নান মাসুদ ভাইকে হুমকি দেওয়া হল কিন্তু এখন পর্যন্ত ওইসব সন্ত্রাীদের গ্রেপ্তার করা হলোনা? এসব সন্ত্রাসীদেরকে যে রাজনৈতিক দলের নেতারা শেল্টার দিচ্ছেন তারাও ওই ফ্যাসিবাদের দোসর বলে উল্লেখ করেন তিনি।
ওসমান হাদিকে হত্যা ও হান্নান মাসুদকে হুমকি দেওয়ার প্রতিবাদে হাতিয়া উপজেলা যুবশক্তির আহবায়ক আবু ইউসুফও সমাবেশে বক্তব্য দেন।
এদিকে, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আততায়ীর দ্বারা আক্রান্ত হন।
আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার পরিবর্তন না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়!
এছাড়া গতকাল হাতিয়া আসনে এনসিপির প্রার্থী ও গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে হুমকি দিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেয় একই নির্বাচনী এলাকার ‘রুপক নন্দী’ নামের এফবি আইডি।