• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সুবর্ণচরে হাজারো পরীক্ষার্থী আমার দেশ সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন নদীভাঙন রোধে কাফনের কাপড় পরে মানববন্ধন নিখোঁজের দুই দিন পর সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ দিলেন এলাকাবাসী নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন বেগমগঞ্জে অফিস ঢুকে প্রধান শিক্ষককে মারধর নোবিপ্রবি গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় চাটখিলে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু,স্বামী হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পেলেন জিয়া মঞ্চের সভাপতি পদ

হাসপাতাল দালালচক্রের মূল হোতা স্বপন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দালালচক্রের মূল হোতা স্বপন প্রকাশ সফাকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার পকেট থেকে জেনারেল হাসপাতালে রোগি ভর্তির টোকেন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সফা জেনারেল হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগি ও তাদের স্বজনদের ভয়ভীতি দেখিয়ে ভালো চিকিৎসা সেবা দেওয়ার নাম করে টাকা আদায় করতো। এছাড়াও জোরপূর্বক রোগিদের প্রাইভেট ক্লিনিক, হাসপাতালে যেতে বাধ্য, রোগিদের মারধর এবং হাসপাতাল কম্পাউন্ডে ছিনতাই করতো সে।

শনিবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন। এরআগে শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান গেইটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত স্বপন সফা সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের হাফেজ আহমদ পাটোয়ারীর ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসপাতাল এলাকায় তার বড় একটি দালালচক্র রয়েছে বলে স্বীকার করেছে স্বপন। দালালচক্রের সদস্যরা দিন-রাত হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে এবং কোন রোগি এলে তারা এগিয়ে গিয়ে রোগিদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো চিকিৎসা সেবার নাম করে, প্রাইভেট হাসপাতালে ভালো ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাবে এবং অল্প খরচে পরীক্ষা নিরীক্ষা করাবে এমন প্রতারণা করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। এছাড়াও প্রাইভেট হাসপাতালে রোগি পাঠিয়ে বড় অংকের কমিশন ও আদায় করে তার এ চক্রটি।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির পকেটে জেনারেল হাসপাতালে ভর্তির টোকেন পাওয়া গেছে। হাসপাতাল এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দালালচক্র থেকে সাধারণ রোগীদের রক্ষা করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিভাগ : জাতীয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.