• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

চেম্বার জজ আদালতের দায়িত্ব পেলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

  • ১৯ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। একইসঙ্গে পরদিন ২০ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতির যথারীতি দায়িত্ব পালন করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।

রোববার  আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করেছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রবি, সোম ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.