• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন

প্রেমের টানে পালিয়ে বিয়ে করার দাবি নববধুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

প্রতিবেদক:
প্রেমের টানে পালিয়ে বিয়ে করার দাবী জানিয়েছেন ইশারা মনি মজুমদার নামের এক নববধুর।
জানা যায়, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর গ্রামের ভবন রঞ্জন মজুমদারের মেয়ে ইশারা মনি মজুমদারের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী গোপন মজুমদারের ছেলে সজল চন্দ্র মজুমদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দীর্ঘদিন এই সম্পর্ক চলার পর বিষয়টি উভয়পক্ষের পরিবারের নজরে আসে এতে করে ইশারা মনি মজুমদারের পরিবার এই সম্পর্ক মেনে নিতে না পেরে ক্ষীপ্ত হয়ে উঠে বরপক্ষ সজল চন্দ্র মজুমদারের পরিবারের উপর। এক পর্যয়ে মনি মজুমদারের পরিবার তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য বিভিন্ন ফন্দী ফিকির শুরু করে এবং মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিবে বলে চাপ জানিয়ে জোরপূর্বক তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।
পিতা Ñমাতার এই মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে সুযোগ বুঝে ইশারা মনি মজুমদার পরিবারের অগোচরে স্বইচ্ছায় গত ৫ জানুয়ারী ২০২৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নোয়াখালীর ০৯ নং রেজিস্ট্রেশন এফিডেভিটের মাধ্যমে ধর্মীয় রীতিমতে সজল চন্দ্র মজুমদারকে বিয়ে করে। বিয়ের পর বিষয়টি নিয়ে ইশারা মনি মজুমদারের পরিবার বিভিন্ন মহলে তার স্বামী ও তার স্বামীর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অহেতুক মিথ্যা অভিযোগ তোল।
এদিকে পিতা মাতার এই অহেতুক অভিযোগের বিরুদ্ধে মনি মজুমদার গত ৮ জানুয়ারী ২০২৩ পুলিশ সুপার নোয়াখালী বরাবরে একটি অভিযোগ পত্র প্রেরণ করে বলে মনি মজুমদারের অভিযোগ সূত্রে জানা যায়, এবং ৯ জানুয়ারী ২০২৩ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালত নোয়াখালীতে নিজের স্বইচ্ছায় পালিয়ে বিয়ে করার কথা সহ তার উপর পরিবারের বিভিন্ন নির্যাতনের বর্ণনা দিয়ে ১৮ /২০২৩ একটি সাধারণ ডায়েরি রুজু করে ।
অভিযোগ সূত্রে জানা যায় সে ও তার স্বামীর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.