• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি>

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় আসামি করা হয়েছে স্থানীয় জুয়েল (২৪) ও ইমনকে (২৩)। তাঁরা পলাতক।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর কোনো অভিভাবক না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

অভিযোগে বলা হয়, কয়েক বছর আগে ওই কিশোরীর বাবা মারা যান। মা অন্যত্র বিয়ে করে চলে গেছেন। এর পর থেকে প্রতিবন্ধী বড় বোনসহ বাবার বাড়িতে থাকে ওই কিশোরী। শারীরিক অসুস্থতার কারণে প্রতিবন্ধী বোন কয়েক দিন ধরে খালার বাড়িতে থাকছেন। এই সুযোগে স্থানীয় বখাটে জুয়েল ও ইমন মেয়েটিকে ধর্ষণ করেন। ৫ ও ৬ জানুয়ারি রাতে কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন জুয়েল। ৮ জানুয়ারি রাতে ইমন কিশোরীকে ফোন কল করে দরজা খুলতে বললে মেয়েটি দরজা খুলে দেয়। দরজা খোলামাত্র তাকে বসতঘর থেকে পাশের রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন ইমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.