জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই স্কুলছাত্র শাহরিয়ার হাসান রিমনকে (১৬) নোয়াখালীতে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহর মাইজদীর বালিংটন মোড়ে এ ঘটনা ঘটে। তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
শাহরিয়ার হাসান রিমন নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মৌলভী তোফাজ্জল হোসেনের বাড়ির জামাল উদ্দিনের ছেলে। তারা জেলা শহর মাইজদীর বালিংটন মোড়ে ভাড়া বাসায় থাকেন। সে জেলা শহরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, গত দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাইরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি বাবা, মা এবং স্কুলের শিক্ষকদের জানানো হয়। পরে সে বিষয়টি মীমাংসা হয়।
ফরিদা ইয়াছমিন আরও বলেন, রোববার বিকেলে রিমন স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা তাকে পেছন থেকে ডেকে অতর্কিতে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ফরিদা ইয়াছমিন বলেন, ‘রিমনের পিঠে তিনটিসহ মোট ছয়টি ছুরিকাঘাত করা হয়। তার পিঠের আঘাতগুলো ফুসফুস পর্যন্ত চলে গেছে। হামলাকারীরা ভেবেছিল রিমন মারা গেছে। যখন জানতে পারে সে বেঁচে আছে তখন তারা পুনরায় হামলা করতে নোয়াখালী জেনারেল হাসপাতাল পর্যন্ত যায়।’
শাহরিয়ারের বাবা জামাল উদ্দিন জানান, হামলাকারীরা প্রথমে দুটি মোটরসাইকেলে করে আসে। এর পর আরও কয়েকজন এসে রিনমকে ঘিরে ধরে তাদের ব্যাগের ভেতর থেকে ধারালো অস্ত্র বের করে কোপাতে থাকে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, শাহরিয়ার হাসান রিমন নামের এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওয়ার্ড থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলে রাত ১০টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে রাত পৌনে ১০টার দিকে জেলা শহর মাইজদীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ ছাড়া হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার সকালে হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন, তথ্য নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, শাহরিয়ার হাসান রিমনের বড় ভাই মাহমুদুল হাসান রিজভী জুলাই-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।