সকাল প্রতিবেদকনয়া
চাটখিল উপজেলার পাল্লা বাজার বড় মসজিদের পাশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় লক্ষণপুর গ্রামের আবুল কালামের ছেলে সাংবাদিক মনির হোসেন পাটোয়ারী (৪৪) এবং সাংবাদিক ফরিদ (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে। পরে স্থানীয় জনতা মনির ও ফরিদকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা আওয়ামীলীগ নেতা আবু তাহের (৬০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার নাহিদ হাসান বাবু (৩২) কে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মনির হোসেন পাটোয়ারী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মনির হোসেন পাটোয়ারী ঢাকা যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে পাল্লা বাজার বড় মসজিদের পাশে আসলে স্থানীয় কয়েকজনের সাথে আলাপ-আলোচনাকালে পূর্ব শত্রুতার জের ধরে নাহিদ হাছান বাবু (৩২) নিরব (২৫) আবু তাহের (৬০) তাজুল ইসলাম (৫৫) সেন্টু (৩০) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর আহত করে চলে যায়। এ সময় দুইজনকে উত্তেজিত জনতা আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় মামলা হয়েছে, গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।