• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

নোয়াখালী>
নোয়াখালীর সেনবাগে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামের (৬৫) এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

বুধবার (৭ মে) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

জানা গেছে, উপজেলার কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকার আবুল কাশেমের বাড়ির আম গাছের ডাল পাশের প্রতিবেশী হানিফের সীমানার চলে গেছে। বুধবার সকালে গাছের ডাল কাটা নিয়ে কাশেমের সাথে হানিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হানিফ ও তার সহযোগীরা কাশেমকে বেধড়ক পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে চলে যায়। গুরুতর আহত কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ