শিরোনাম:
প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জোবায়েদ হত্যার বিচার দাবিতে সুবর্ণচরে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

আবদুল জব্বার, বিশেষ প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

জোবায়েদ হোসেন ছিলেন মোবারক হোসেনের দ্বিতীয় সন্তান। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার হোমনা উপজেলায় হলেও জন্ম সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা দীর্ঘদিন ধরে সুবর্ণচরের হারিছ চৌধুরী বাজারে ‘মোবারক ক্লথ স্টোর’ নামে একটি দোকান পরিচালনা করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন,

“জোবায়েদ আমাদের একজন ভদ্র, নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় তাকে সম্মুখসারিতে দেখা গেছে। সাহসী এই তরুণকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে বক্তারা বলেন, জোবায়েদের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সাবেক প্রধান শিক্ষক বাবু শিমুলচন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, চরজব্বার কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লা আল আরিফ, এবং নিহতের সহপাঠী ইফতেখার আহমেদ খালেদ ও মুহিব উল্যাহ মুহিব।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশনি করতেন। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ