নয়া সকাল প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (ডেভলপমেন্ট) সরদার নূরুল আমিন বিপিএম বলেছেন, “যেকোনো রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য অংগ হলো পুলিশ বাহিনী। এটি সব সময় সরকারের দৃশ্যমান অবয়বক হিসেবে পরিচিত। আমরা বিগত সময় দেখেছি পুলিশকে কিছু স্বার্থান্বেষী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক ও অন্যায় ভাবে ব্যবহার করেছে। এর ফলে পুলিশের কার্যক্রমের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। যার প্রতিচ্ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃশ্যমান হয়েছে। এ অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনও টিকে থাকা যায় না।
এডিশনাল আইজি সরদার নুরুল আমিন আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের উন্নয়নের প্রধান নিয়ামক। স্থিতিশীল আইনশৃঙ্খলার অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। সর্বোপরি জনজীবন বিপন্ন হয়ে পড়ে। তাই বর্তমান সরকার পুলিশকে একটি জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। যার জন্য পুলিশে ব্যাপক সংস্কারের কাজ করছে সরকার। আমরা আমাদের অতীতের ত্রুটিগুলো নিরূপণের চেষ্টা করছি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, কুচকাওয়াজ, প্যারেড’সহ বিভিন্ন ডিসপ্লে পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন।