নয়া সকাল প্রতিবেদকঃ বর্ণিল উৎসবের মধ্য দিয়ে ডিপ্লোম মেডিকেল এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ডিপ্লোমাা চিকিৎসক মিলন মেলা ২০২৫।
সোমবার ১৪ এপ্রিল দুপুরে নোয়াখালী ম্যাটস অডিটোরিয়ামের এ মেলায় ডাঃ মোঃ আবুল হাতেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসহাক খন্দকার, আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী।।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মোঃ হারুনুর রশিদ আজাদ, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী।
এ সময় আরো বক্তব্য রাখেন, ডাঃ আবুল কালাম আজাদ ভূঁইয়া, সভাপতি বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঢাকা।
স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ একতার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঢাকা ও সদস্য সচিব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নোয়াখালী।
এই সময় সংগঠনটির নোয়াখালীর বিভিন্ন উপজেলার সভাপতি -সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন,
বক্তারা সংগঠনটিকে আরো গতিশীল করারসহ তাদের বিভিন্ন যৌক্তিক দাবির আন্দোলন সংগ্রামে নিজেদের আরো উল্লেখযোগ্য অংশগ্রহণ ও ত্যাগের পক্ষে মতামত দেন।