ফারুক হোসেনঃ
সুবর্ণচর উপজেলার পৃথক পৃথক অভিযানে অবৈধ ইট ভাটা মেসার্স আল্লার দান ব্রিকস ( ড্রাম চিমনি) ও পশ্চিম চরজব্বার মেসার্স মাহিন ব্রিকসকে ( ড্রাম চিমনি) এক অভিযান পরিচালনা করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় উভয় ইটভাটার মালিক যথাক্রমে রফিকুল ইসলাম ও মো: তারেককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) সুবর্নচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)এঁর আলোকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো মিলন,সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট সদস্য চরজব্বার থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এসময় উভয় ইটভাটার কাঁচা ইট নষ্ট করে দেয়া হয় এবং পানি ঢেলে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। স্হায়ীভাবে বন্ধ করে আদেশ প্রদান করেন মোবাইল কোর্টের বিচারিক আদালত। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী।