লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন গণমাধ্যমকর্মীদের নিয়ে নতুন সংগঠন চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ ও কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ) বিকাল ৪ টায় চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারের হল রুমে এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক বর্তমান কথা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জি এম জাকারিয়া খাঁন সায়েমকে সভাপতি ও দৈনিক গণজাগরণ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আল মামুন শিপনকে সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম , সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন , সহ সভাপতি মানছুর আহমেদ ,সহ সম্পাদক গোলাম সারোয়ার সাহান ,সহ সম্পাদক শোয়াইব হোসেন , সহ সম্পাদক ইব্রাহিম খলিল রাজু , সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন ,সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মামুন ,সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বাপ্পি , সহ সংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন লিটন ,প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম , সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল ,
সহ-প্রচার সম্পাদক মোঃ আরিফুর রহমান , দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসাইন , কোষাধ্যক্ষ নাসের মাহমুদ ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তানিম বিন ছিদ্দিক , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান , ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বনি আমিন রবিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান , ধর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন জাহের , সদস্য মোঃ রাশেদ আলম ,সদস্য হাফিজুর রহমান ,সদস্য রবিউল হক মিলন ,সদস্য জমির হোসেকে ঘোষণা করে ২৬ জন সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এসময় লক্ষ্মীপুর জেলা ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ায় কর্মরত এক ঝাঁক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বৈঠকে সংগঠনকে গতিশীল করার পাশাপাশি চন্দ্রগঞ্জ এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করা হয়।