• শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

হলুদ সাংবাদিকতা প্রতিরোধে নোয়াখালীতে প্রেস কাউন্সিলের  কর্মশালা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

প্রতিবেদক : নোয়াখালীতে সাংবাদিকদের মাঝে পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা। ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় জেলার সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন আরাফাত, সিনিয়র তথ্য অফিসার মনির হোসেন এবং জেলার গণমাধ্যমকর্মীরা।

প্রশিক্ষণের প্রথম সেশনে মোহাম্মদ আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি’ বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু তথ্য প্রচারের মাধ্যম নয়, এটি একটি দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠতা সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত।” তিনি সাংবাদিকদের নৈতিক দায়িত্ব, তথ্য যাচাই, সংবাদ সংগ্রহে গোপনীয়তার গুরুত্ব এবং সংবাদ পরিবেশনে মানবিকতার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা নানা প্রশ্ন করলে তিনি তাৎক্ষণিক উত্তর দেন এবং মতবিনিময় করেন।

দ্বিতীয় সেশনে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম “হলুদ সাংবাদিকতা: প্রেক্ষাপট ও প্রতিকার” বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “হলুদ সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। এ ধারা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চা করতে হবে।” তিনি সাংবাদিকদের সম্মানী ভাতা, চাকরি নিরাপত্তা এবং প্রশিক্ষণ প্রাপ্তির অধিকার নিয়ে আলোচনা করেন। প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর বিভিন্ন ধারা তুলে ধরে তিনি বলেন, এ আইন সাংবাদিকদের সুরক্ষা ও নৈতিক মান বজায় রাখতে সহায়ক।
কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এরপর একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কর্মশালার সমাপ্তি ঘটে এক মিলনমেলার মধ্য দিয়ে, যেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে। তারা আশা প্রকাশ করেন, এমন প্রশিক্ষণ কর্মশালা আরও বেশি আয়োজিত হলে সাংবাদিকতা পেশায় মান ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি হলুদ সাংবাদিকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ