হাবিবুর রহমান>
নোয়াখালী সদর উপজেলার মধ্যম করিমপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে হামলা, নারী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জামায়াতপন্থী নারী সংগঠক তাজ নাহার আক্তার সুমী (৩৬) বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৪, ট্র্যাকিং নং: TZOZYK) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত বুধবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে তাজ নাহারের বাড়িতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ৭নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠক চলাকালে স্থানীয় গোলাপ নুর রোমান (পিতা: খোকন মিয়া), মোহাম্মদ হোসেন বাবলু (পিতা: মৃত নুর আলম), **রুবেল (পিতা: ছৈয়দ)**সহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে প্রবেশ করে বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
তারা বৈঠক ভণ্ডুল করে দেয় এবং অংশগ্রহণকারী ৩০-৩৫ জন নারীকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়।
তাজ নাহার আক্তার অভিযোগ করেন, গোলাপ নুর রোমান তাঁকে হুমকি দিয়ে বলেন—
“ভবিষ্যতে যদি এখানে জামায়াতের কোনো মিটিং হয়, তাহলে তোমাকে ও তোমার বাচ্চাদের জবাই করে রাখব, কেউ টেরও পাবে না।”
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, ৩নং আসামী রুবেল তাঁকে উলঙ্গ করে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এরপরের দিন সকালে (৯ অক্টোবর) গোলাপ নুর রোমান মোটরসাইকেলযোগে তাঁর বাড়ির সামনে এসে নতুন করে প্রাণনাশের হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
তাজ নাহার আক্তার বলেন,
“আমি চারটি নাবালিকা কন্যা সন্তান নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদের ওপর এমন হুমকি চলছে, যা অমানবিক।”
তিনি প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম দৈনিক নয়া সকালকে বলেন,
“ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”