জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে পুনরায় স্বৈরশাসন প্রতিষ্ঠিত হবে :এ টি এম মাসুম

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া,সোনাইমুড়ি (নোয়াখালী) 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার উদ্যোগে রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় শহরের আল-ফারুক একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম মাসুম বলেন, ৫৪ বছর ধরে জনগণ ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই ও জালভোটের শিকার হয়েছে। সুষ্ঠু
নির্বাচনের জন্য পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি। এই পদ্ধতির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরতে জামায়াতের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সংসদে পূর্বে নারী সদস্য নির্বাচনে পিআর পদ্ধতি চালু ছিল। যারা বলে পিআর বোঝে না, তারা এখনও বোকার স্বর্গে বাস করছে। জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে ৫ দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে পুনরায় স্বৈরশাসন প্রতিষ্ঠিত হবে, উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।
এ টি এম মাসুম আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত
করা হবে। দেশের ৪ কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি, প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করা, লুটপাট ও ঘুষ দমন, নারীর মর্যাদা রক্ষা এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, দেশের দুর্নীতি দমনে আইনি কাঠামো শক্তিশালী করা হবে এবং জনগণের অধিকার রক্ষায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে। ন্যায়, সত্য, যোগ্য ও ভদ্রলোকদের রাজনীতিতে আসতে হবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে সৎ ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলা হবে বলেও তিনি মন্তব্য করেন।
সম্মেলনে জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ