আবদুল জববার, বিশেষ প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে। বিবিসি বাংলায় প্রচারিত এই সাক্ষাৎকার দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থানে মানুষের ঢল নামছে।
গত তিন দিন ধরে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো—হারিছ চৌধুরী বাজার, খাসের হাট, খাসের হাট রাস্তার মাথা ও আক্তার মিয়ার হাট—মানুষে মুখর হয়ে উঠেছে। বড় পর্দায় প্রচারিত সাক্ষাৎকারটি উপভোগ করতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ জড়ো হন।
দর্শকরা জানান, তারেক রহমানের বক্তব্যে তারা দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা পেয়েছেন। কেউ কেউ একে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখছেন।
অনেকে বলেন, বড় পর্দায় সাক্ষাৎকারটি দেখে তারা নতুনভাবে অনুপ্রাণিত হয়েছেন। বিএনপির রাজনৈতিক অবস্থান ও জনগণের অধিকার পুনরুদ্ধারে দলের অঙ্গীকার আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে তারা মনে করেন।
স্থানীয়দের ভাষায়, “এই সাক্ষাৎকার আমাদের আশা জাগিয়েছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত হতে চাই।”