হাতিয়ায় বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক 
জনদুর্ভোগ কমাতে নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে জনগুরুত্বপূর্ণ চলাচলের অনুপযোগী সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন এক বিএনপি নেতা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের ১হাজার মিটার সংস্কার কাজ শুরু করা হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের সড়কটির বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদাময় হয়ে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়ে এলাকার কয়েক হাজার মানুষ। ভোগান্তি বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের। স্থানীয় এলাকাবাসী তাদের দুর্ভোগের কথা জানালে সড়কটি নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ শুরু করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন বলেন ,এই সড়কটি মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় স্থানীয় লোকজন বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীবকে জানায়। এরপর তিনি নিজ আর্থায়নে সড়কটি সংস্কার করে দিচ্ছেন। এতে খুশি স্থানীয়রা।

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন বলেন, সড়কটি দীঘদিন যাবত অবহেলিত। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। সেই দিক বিবেচনা করে এ উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং এলাকার মানুষের জনদুর্ভোগ কমাতে নেতাকর্মীদের নিয়ে জনগণের পাশে থেকে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ