আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সম্ভাবনাময় শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ।
৮ নভেম্বর (শনিবার) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভর্তি ফরম বিতরণের মধ্য দিয়ে এই যাত্রার সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক তারেক মোরতাজা হাসান এবং সঞ্চালনা করেন একাডেমিক পরিচালক নুরনবী মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা,
কবিরহাট সরকারি কলেজের শিক্ষক সফিকুল সাজু,
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন,
হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথ,
বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কায়েত উল্লাহ জাবেদ,
এবং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ভর্তি ফরম তুলে দেওয়া হয়।
গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতারা আশা প্রকাশ করেন, সুবর্ণচরের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে এ প্রতিষ্ঠানটি এলাকায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।