শিরোনাম:
প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুবর্ণচরে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সম্ভাবনাময় শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ।

৮ নভেম্বর (শনিবার) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভর্তি ফরম বিতরণের মধ্য দিয়ে এই যাত্রার সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক তারেক মোরতাজা হাসান এবং সঞ্চালনা করেন একাডেমিক পরিচালক নুরনবী মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা,
কবিরহাট সরকারি কলেজের শিক্ষক সফিকুল সাজু,
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন,
হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথ,
বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কায়েত উল্লাহ জাবেদ,
এবং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ভর্তি ফরম তুলে দেওয়া হয়।

গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতারা আশা প্রকাশ করেন, সুবর্ণচরের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে এ প্রতিষ্ঠানটি এলাকায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ