• শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

আগামী ৫ বছরে থাকবে না যেসব চাকরি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

 ডেস্ক>

দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে,  আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাবে। আজ যেসব চাকরির ছড়াছড়ি, সেগুলো আগামীকাল নাও থাকতে পারে। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫’-এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি নতুন চাকরি তৈরি হবে, কিন্তু ৯ কোটি ২০ লাখ মানুষ তাদের চাকরি হারাতে পারে। যার ফলে মোট ৭ কোটি ২০ লাখ নতুন চাকরি তৈরি হবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে আগামী পাঁচ বছরে কোন সেক্টরে চাকরি কমবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।

চলুন জেনে নিই, আগামী পাঁচ বছরে যেসব চাকরি নাও থাকতে পারে-

>পোস্টাল সার্ভিস ক্লার্ক

>ব্যাংক টেলার এবং সংশ্লিষ্ট ক্লার্ক

>ডাটা এন্ট্রি ক্লার্ক

>ক্যাশিয়ার এবং টিকিট ক্লার্ক

>প্রশাসনিক সহকারী ও নির্বাহী কর্মী

>মুদ্রণ এবং সংশ্লিষ্ট কর্মী

>অ্যাকাউন্টিং, হিসাবরক্ষণ সংশ্লিষ্ট ক্লার্ক

>স্টক-কিপিং ক্লার্ক

>পরিবহন কন্ডাক্টর

>ডোর টু ডোর সেলস কর্মী এবং হকার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ