হাতিয়া উপজেলা, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়া উপজেলার চৌমুহনী বাজারের খবির এন্ড সন্স হলুদমরিচ ফ্যাক্টরিতে চুরির ঘটনা ঘটছে। এসময় ফ্যাক্টরির পেছনের সাটারিংয়ের হুক খুলে চোরচক্র ভিতরে ঢুকে মালামাল, সোলার ব্যাটারি ও যন্ত্রপাতি নিয়ে যায়। রোববার মধ্যরাতে চুরির ঘটনাটি ঘটে।
সোমবার(০৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও ফ্যাক্টরির মালিক হাজী খবির উদ্দিন জানান, হলুদ মরিচের ব্যবসা ছাড়াও তাদের চাষাবাদও রয়েছে। জমিতে কাজের লোকসহ আমন ধান রোপনের কাজে ব্যস্ত থাকার কারণে আজ সকালে ফ্যাক্টরি তথা দোকান খোলা হয়নি। দুপুরে বাজারে গিয়ে দোকান খুলে দেখে যে তাদের সব এলোমেলো। পরে পিছনে গিয়ে তারা দেখে চোরচক্র সাটারিংয়ের নিচ থেকে হুক খুলে ভিতরে ঢুকে মালামাল নিয়ে আবার বাহির থেকে রসি দিয়ে বেঁধে রেখে যায়। তিনি জানান, তাদের প্যাকেট করাসহ খোলা হলুদমরিচ কয়েক বস্তা লুট হয়েছে। সোলার ব্যাটারি এবং ফ্যাক্টরির বহু গুরুত্বপূর্ণ মালামাল লুটে নিয়ে যায় চোরচক্র।
স্থানীয়রা জানান, এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হলুদমরিচ এনে মিলিং করে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
এছাড়া, চালসহ বিভিন্ন খাদ্যদ্রব্যও মিলিং করা হয়ে থাকে।
এদিকে, পাহারাদার থাকার পরও চুরির এমন ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও চরম উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন।
বাজারের ব্যবসায়ী দিদার, ছাইফুল ও আলতাফ বলেন, এ বাজারে পূর্বেও চুরির বহু ঘটনা ঘটেছে,কোনো ব্যবস্থা না হওয়ায় পরপর এসব ঘটনা ঘটেই চলেছে।
এবিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, বাজারে চুরির এ ঘটনার খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।