জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। প্রেমের কবির জনপ্রিয় গান ‘সাঁঝের আঁচলে’র ওপর একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। তিনি মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবার কাছে পরিচিতি পেলেও এবার নিয়ে আসছেন একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে।
শিরিন চৌধুরীর গাওয়া গানটির ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এতে তাকে একজন ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে। সংগীত পরিচালনা করেছেন প্রান্তিক সুর। এরইমধ্যে প্রচারিত হয়েছে টিজার। আজ পুরো গান ভিডিওটি দেখা যাবে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
এই কাজটি নিয়ে বিজরী বরকতউল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, চয়নিকা বৌদি যখন কাজটির প্রস্তাব করেন আমি সঙ্গে সঙ্গে রাজী হয়ে যাই। কারণ গানটি শোনার পর খুব ভালো লাগে। শিরিন চৌধুরীর গায়কী এবং তার ভিডিও কনসেপ্ট আমার দারুণ লাগে। আশা করছি, দর্শকও উপভোগ করবেন।