দেশবাসী জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়: অধ্যক্ষ ছাইফুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া,সোনাইমুড়ি (নোয়াখালী) 

নোয়াখালী: আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ছাইফুল্লাহ।
বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাইমুড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড শিমুলিয়া শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। গণমানুষের দাবির সঙ্গে মিল রেখে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। দেশের মানুষ জামায়াতে ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায়।
রবিবার ১২ অক্টোবর বিকালে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ড সভাপতি নুরুল আমিন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির হানিফ মোল্লা, পৌরসভা মেয়র প্রার্থী মাওলানা হিফজুর রহমান, পৌরসভার আমির মাওলানা আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, সাবেক কাউন্সিলর শামসুল আরেফীন জাফর, ঢাকাস্থ্য সোনাইমুড়ি ফোরামের সমন্বয়ক জহিরুল ইসলাম, ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নোমান ছিদ্দিকী, পৌরসভা কর্ম-পরিষদের সদস্য হাফেজ আনিসুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ