শিরোনাম:
প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারালো পাকিস্তান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

২৭৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ১৮৩ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা নোমান প্রথম ইনিংসে ১১২ রানে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৪টি, মোট ১৯১ রানে ১০ উইকেট দখল করেছেন। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ১০ কিংবা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব দেখালেন নোমান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচে চতুর্থ দিনে বল অনেকটাই তীক্ষ্মভাবে টার্ন নিচ্ছিল। লো বাউন্স ও টার্নিংয়ের সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন নোমান। যদিও সকালে পঞ্চম উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটনের ৭৩ রান দক্ষিণ আফ্রিকার ইনিংসকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে গেছে।

সব মিলিয়ে দুই দলের স্পিনাররা ৩৪ উইকেট দখল করেছেন, মাত্র ৬টি গেছে ফাস্ট বোলারদের দখলে।

প্রোটিয়া বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামি ১৭৪ রানে নিয়ে ১১ উইকেট।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৬৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। মুথুসামির ৫ উইকেটে সাথে আরেক স্পিনার সাইমন হার্মারের ৪ উইকেট প্রাপ্তিতে স্বাগতিকদের ইনিংস ১৬৭ রানে গুটিয়ে যায়।

টেস্ট অধিনায়ক হিসেবে পাকিস্তানের শান মাসুদের এটা ১৩ ম্যাচে চতুর্থ জয়। বাকি নয়টিতে হেরেছে তার দল।

বুধবার চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ১৩৭। বিরতির পরপরই সাজিদ খান মুথুসামির উইকেট তুলে নেন। পেসার শাহিন শাহ আফ্রিদি কাইল ভেরেইনে (১৯), প্রেনেরান সুব্রায়েন (৮) ও কাগিসো রাবাদাকে দ্রুত সাজঘরে পাঠিয়ে ৩৩ রানে ৪ উইকেট দখল করেন।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে দারুণভাবে শুরু করলো পাকিস্তান।গামী সোমবার থেকে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

এদিকে টানা ১০ জয়ের পর অবশেষে পরাজয়ের তিক্ত স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা। জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছিল তারা।

পরাজয়ের পর অধিনায়ক আইডেন মার্করাম বলেছেন, প্রথম ইনিংসে ১০৯ রানের ঘাটতি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ১৬৩ রানের জুটির প্রশংসা করেছেন মার্করাম। তার মতে- প্রথম ইনিংসে আরো কিছু রান যোগ করতে পারলে ম্যাচে লড়াই করার মানসিকতা থাকতো।

ব্রেভিস একমাত্র ব্যাটার হিসেবে পাকিস্তানি স্পিনারদের বিপক্ষে লড়াই চালিয়ে গেছেন। ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে তার ব্যাট থেকে এসেছে ক্যারিয়ার সেরা ৫৪ রান। এছাড়া রিকেলটন করেছেন ৪৫ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ