নয়া সকাল প্রতিবেদক
নোয়াখালীতে খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্টের শুভ উদ্বোধন করা হয়েছে৷
শুক্রবার ৭ নভেম্বর দুপুরে সদর উপজেলার সুজাপুরের লন্ডন মার্কেটে খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্টের শুভ উদ্বোধন করা হয়।
খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী রফিক উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন, খন্দকার, ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী প্রধান দেলোয়ার হোসেন খোন্দকার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মোতালেব আপেল।
উদ্বোধন শেষে ৪জন অসহায় দুস্থকে আর্থিক সহায়তা করেন।
খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সেবায় ২০ বছর যাবত কাজ করে যাচ্ছে।সমাজের নিরীহ অসহায় দুঃস্থ মানুষের পাশে খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্ট সব সময় নিয়োজিত রয়েছে।