শিরোনাম:
প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি নির্বাচনে একরাম উল্যাহ-সিরাজ-রায়হান পরিষদ জয়ী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নয়া সকাল
উৎসবমুখর পরিবেশে নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। নিবর্বাচনে একরাম উল্যাহ-সিরাজ-রায়হান পরিষদ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবগুলো পেদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো: ইকরাম উল্যাহ ডিপটি ছাতা প্রতীকে পেয়েছেন ২৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম ছাইফ উদ্দিন সোহান আনারস পেয়েছেন ১৩৭ ভোট।
সহ সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো. সিরাজ উদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট, তাঁর  নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রহিম খলিল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৯৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মো: সিরাজুল ইসলাম রায়হান দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. সাঈদ-উল-হাসান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট।
এছাড়া কার্যানির্বাহী পদে হাজী মো: নুরুন্নবী মই প্রতীকে ২৩৮ ভোট, মোসলেহ উদ্দিন ইকবাল মোবাইল ফোন প্রতীকে ২২০ ভোট, মোহাম্মদ আজিজুল রহমান কলস প্রতীকে ২১৪ ভোট, মো: আবু ইউসুফ বৈদ্যুতিক বাতি প্রতীকে ১৬৭ ভোট, কাজী মো: গোলাম হায়দার তালা-চাবি প্রতীকে ১৮৬ ভোট এবং আবুল বাশার মোরগ প্রতীকে ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে  বিকাল ৪টায় জেলা শহরের পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৬১২ জন ভোটারদের মধ্যে ৪০৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোনাইমুড়ী উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন ও বেগমগঞ্জ উপজেলায় সমবায় অফিসার মো: দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং  ভোটারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিন বছর পর নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের আওতাভুক্ত প্রতিষ্ঠান নোয়াখালী সুপার মার্কেট আগামী তিন বছরের জন্য নবনির্বাচিত এ কমিটি পরিচালা করবেন।
এদিকে ফলাফল ঘোষণার পর থেক নবনির্বাচিত কমিটিকে ব্যবসায়ী, দোকান মালিকসহ বিভিন্ন শ্রণি পেশার লোকজন অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ