• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে ভোট আদায়ে অনড় বিএনপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক>

সংস্কার কমবেশির শর্ত দিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘুরেফিরে বারবার বলা হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু জুন পর্যন্ত সময় দিতে নারাজ বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে।

তবে দাবি আদায়ে শক্ত কোনো কর্মসূচি দিলে তাতে যেন হিতে বিপরীত না হয়, সেটাও খেয়াল রাখতে হচ্ছে বিএনপির। সরকার চাপে থাকবে কিন্তু তা কোনো ক্ষতির কারণ হবে না—এমন কর্মসূচির কথাই ভাবা হচ্ছে। এ নিয়ে কৌশল নির্ধারণে নিজেদের সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারা। এ জন্য আজ শনিবার বিকেলে ও সন্ধ্যায় ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করবে বিএনপি। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও বৈঠক হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি আরও নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র বলছে, সংস্কার কার্যক্রম ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা করেন বিএনপির নীতিনির্ধারকেরা। সিদ্ধান্ত হয়, নির্বাচনের রোডম্যাপ আদায়ে সরকারকে চাপে রাখা হবে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও দেওয়া হবে। বৈঠকে দলের নেতারা বলেন, দাবি আদায়ে শক্ত কর্মসূচি দিলে হিতে বিপরীত হতে পারে। কাজে ক্ষতির কারণ হবে না—এমন কর্মসূচি নির্ধারণে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন নেতারা।

অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ চেয়ে আসছে বিএনপি। এই দাবির সঙ্গে এককাট্টা রয়েছে বিএনপির সমমনা দলগুলোও। সময় গড়ানোর সঙ্গে বিএনপি ও সমমনাদের দাবি জোরালো হলেও এখনো পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি সরকার। উপরন্তু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কোনো কোনো দায়িত্বশীল ব্যক্তিসহ অনেকের বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় নির্বাচন বিলম্বের আশঙ্কা ঘনীভূত হয়েছে বিএনপিতে। এ নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলেও অনেকবার অভিযোগ করেছেন দলটির নেতারা।

এমন এক পরিস্থিতিতে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। দলটির পক্ষ থেকে বলা হয়, নানাজনের নানা বক্তব্যে জাতীয় নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সে বিষয়ে পরিষ্কার হতেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে বিএনপির প্রতিনিধিদল। ওই সাক্ষাতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হয় দলের পক্ষ থেকে। বিপরীতে সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে আবারও চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হতাশার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ না দিয়ে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন শেষ করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আমরা এই বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নই।’

বিএনপির দাবি অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ বিপর্যয়ের দিকে যাওয়ার শঙ্কার কথাও বলেন তিনি। ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি হবে, সেটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।’

তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে, ইচ্ছা করে দেরি করে বা জুন মাসে নির্বাচন করা হবে, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করার চেষ্টা থাকবে। ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে, জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতেই নির্বাচন হবে বলে বিএনপিকে বোঝানো হয়েছে।

বিএনপির সূত্রও বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সবশেষ বৈঠকের পর নির্বাচন অনুষ্ঠান বিষয়ে আশঙ্কার মেঘ অনেকটা কেটে গেছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যা বলেছেন, তাতে বিএনপির নীতিনির্ধারকেরা আশ্বস্ত হয়েছেন। এখন নির্বাচনের অনুষ্ঠানের সময় যতটা এগিয়ে নিয়ে আসা যায়, সে নিয়ে সরকারকে চাপ দেবেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশ্বস্ত হলেও এখনো বিভিন্ন মহলের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নির্বাচন বিলম্বে হলে অনেকের সুবিধা হবে। তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে। তাদের দিক থেকে নির্বাচন বিলম্বিত করতে সরকারের ওপর এক ধরনের চাপও আছে। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে অনেকবার কথা বলেছেন নীতিনির্ধারকেরা। এই অবস্থায় সরকারের ওপর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে ডিসেম্বরকে শেষ সময় ধরেছে বিএনপি।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমরা সরকারের ওপর ভরসা রাখতে চাই। দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রত্যাশিত সেই নির্বাচন বিলম্ব হলে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজ ট্যাগ: মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.