শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে যৌথভাবে ঢাকাস্থ নোয়াখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ড. মোস্তফা হাজের ফাউন্ডেশনসহ বিভিন্ন অঙ্গসংগঠন উপস্থিত ছিল।
সমাবেশ ঘিরে সকাল থেকে প্রেসক্লাব এলাকায় নোয়াখালী বিভাগে করার দাবি জানিয়ে লোকজন উপস্থিত হতে থাকেন। এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’, ‘বিভাগ বিভাগ বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
সমাবেশে অংশগ্রহণকারী সোহেল মিয়া বলেন, আমরা নোয়াখালীবাসী সবসময় দেশের বিভিন্ন উন্নয়নে যেসব দাবিদাওয়া, তার সঙ্গে এক ছিলাম। কিন্তু জনমতের সমর্থনের বাইরে গিয়ে কুমিল্লার সঙ্গে যুক্ত করে বিভাগ ঘোষণা করায় আমাদের সঙ্গে জুলুম করা হয়েছে। প্রশাসন যদি সত্যিকার অর্থে এই অঞ্চলের উন্নতি চায়, তাহলে দ্রুত নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।