ইমরান হোসাইন তুহিন
জনপ্রশাসন সংস্কার ২০২৪ মূলত গঠিত হয়েছে সুশাসন নিশ্চিতের জন্য। ‘বাংলাদেশ একটি জনমূখী, জবাবদিহিমূলক, নিরপেক্ষ ও দক্ষ জনপ্রশাসন’ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যের কথা জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের আদেশে উল্লেখ রয়েছে।’
১১ সদস্যের এই কমিশন প্রায় ২ শতাধিক সুপারিশ পেশ করে। কমিশনের প্রতিবেদন মোট ১৭ টি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে।
সংস্কার কমিশন ‘জনমুখী প্রশাসনের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পুনর্গঠন’ সম্বলিত ষষ্ঠ অধ্যায়ের ১০ নাম্বার পয়েন্টে বলেন, ভৌগোলিক ও যাতায়াতের সুবিধা বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের দাবি অনেক দিনের। সুতরাং কুমিল্লা ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠন করার সুপারিশ করা হলো।
খেয়াল করে দেখুন। তারা সুকৌশলে কুমিল্লার বিভাগ দাবিকে ‘অনেক দিনের’ বলছেন। অথচ বাস্তবতা হলো নোয়াখালী বিভাগ আন্দোলনটা এতবেশি চারদিকে আলোচনা তৈরী করেছে যে এটাকে অনেকে ট্রলেও পরিণত করেছিল। বিভাগ দাবিতে নোয়াখালীর মত সিঁকি পরিমাণও কুমিল্লা সরব ছিল না। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের এ সংগ্রাম তাদের দৃষ্টিতে না পড়ার কারণটা রহস্যজনক না! সুশাসন প্রতিষ্ঠার নামে সংস্কার কমিশনের এ ধরণের একপাক্ষিক দৃষ্টিভঙ্গি নতুন করে বাংলাদেশে বৈষম্যের প্লট তৈরী করছে। আমরা কমিশনের এ সুপারিশকে পক্ষপাতমূলক হিসেবেই দেখছি। এছাড়া ভৌগোলিক ও যাতায়াতের বিষয়টা তারা ব্যাখ্যা করেনি। আমাদেকে অন্ধকারে রেখে এ ধরণের সুপারিশের মানে কি!
দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ সমস্যা সমূহের সম্যক অনুধাবন এবং যথাযথ সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে কমিশন অনলাইনে এবং স্থানীয়ভাবে রাজধানী ঢাকা এবং এর বাহিরে বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী ও পেশার নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা করে।
কমিশনের প্রতি প্রশ্ন রাখতে চাই, আপনারা বিভাগ ইস্যুতে জেলা,উপজেলা,সাংবাদিক,সুশীল সমাজের কাদের সাথে বসেছেন? কাদের সাথে টেবিল টক করেছেন? অনলাইনে কি ধরণের মতামত নিয়েছেন? কারা সেখানে মতামত জানিয়েছেন? সেটির সব ধরণের ডেটা জনসম্মুখে প্রকাশ করুন। আমরা দেখতে চাই সুপারিশকৃত জেলা ঠিক কি কারণে আপনাদের কাছে প্রিপারেবল হলো।
প্রশাসনিক বিভাগের প্রাইমারি উদ্দেশ্য থাকে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, রুট লেভেলের এলাকার সাথে যোগাযোগ স্থাপন, সরকারের কাজ কর্মের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানো ইত্যাদি। আমাদেরকে বলেন, ঠিক কোন কারণ দেখিয়ে নোয়াখালীকে উপেক্ষা করে আপনারা কুমিল্লাকে প্রেফার করে সুপারিশ করলেন!
এছাড়া আপনাদের জনপ্রশাসন ‘সংস্কার কমিশন ২০২৪’ প্রায় দুই শতাধিক সুপারিশ পেশ করেছে প্রধান উপদেষ্টার কাছে। সেই সুপারিশগুলোর ৪০তম সুপারিশ ছিল বিভাগ ইস্যু। সবকিছু বাদ দিয়ে ৪০ নাম্বারে থাকা সুপারিশ বাস্তবায়নের তড়িঘড়ি এদেশের জনগণ জানতে চায়। এটা কি কমিশনের জনমূখী,জবাবদিহিমূলক, নিরপেক্ষ ও দক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার কমিটমেন্ট! এটা জাতির সাথে তামাশা। এটি বন্ধ করুন।
(ইমরান হোসাইন তুহিন)
কেন্দ্রীয় সদস্য,জাতীয় নাগরিক পার্টি