যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট ও আল কুরআন অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর শানে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ডেট্রয়েটস্থ আল ফালাহ অডিটোরিয়ামে আল কুরআন অ্যাকাডেমির প্রেসিডেন্ট কোরবান সানী চৌধুরীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা খায়রুল হাসান রফিকের উপস্থাপনায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
তনি তাঁর আলোচনায় বলেন, রাসুলুল্লাহ (সা:) এর আদর্শ মানুষের চিন্তা, চেতনা ও জীবনবোধে অনন্য এক পরিশুদ্ধতা আনে। তিনি আমাদের শিখিয়েছেন সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, সহনশীলতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে কেমন করে একজন মানুষ প্রকৃত অর্থে পরিপূর্ণ হতে পারে।
যে মানুষ তাঁর শিক্ষা অনুসরণ করে, তার মন থেকে দূর হয় কলুষতা, অসততা, লোভ আর অন্যায়বোধ। সে পরিণত হয় এক শান্ত, নির্মল ও আলোকিত চরিত্রে। রাসুলুল্লাহ (সা:) আমাদের দেখিয়েছেন মানবতার শ্রেষ্ঠ উদাহরণ কেমন হতে পারে, কীভাবে ন্যায় ও সত্যের পথে অটল থাকা যায়, এবং কীভাবে শত্রুকেও ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে জয় করা যায়। কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”
অতএব, যদি আমরা সমাজে শান্তি, ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তবে রাসুলুল্লাহ (সা:) এর জীবন থেকেই আমাদের নিতে হবে অনুপ্রেরণা। তাঁর আদর্শই মানবতার প্রকৃত দিশারী, আর তাঁর পথ অনুসরণেই নিহিত আছে পৃথিবীর শান্তি ও পরকালীন মুক্তি।
সিরাত কনফারেন্সে তিলাওয়াত করেন ইশতিয়াক আজাদ। রাসুলের শানে নাত পরিবেশন করেন মিশিগানের Renessa রেনেসাঁস কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম হাফেজ রায়হান উদ্দিন, ইমাম হাফেজ আব্দুল বাছিত চৌধুরী প্রমুখ।